নগরীর আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৭:৩১:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরের লালবাজার লাভলী হোটেলের ২৫নং কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত শাহেদ মোশারফ (৩৫) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও মিয়া পাড়ার আব্দুল করিমের ছেলে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহেদ মোশারফ দীর্ঘদিন থেকে লাভলী হোটেলে বসবাস করার পাশাপাশি ভিক্ষা করতেন। তিনি যক্ষার রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে শাহেদের শারীরিক অবস্থার অবনতি হয়। জুমার নামাজের পর হোটেলের ২৫ নম্বর কক্ষে তাকে মৃত দেখে কোতোয়ালি মডেল থানায় খবর দেন কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজেদুল করিম সরকার বলেন, সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে শাহেদ মোশারফ মারা গেছেন। ওই কক্ষ থেকে চিকিৎসার বিভিন্ন কাগজ উদ্ধার করা হয়েছে।