জুড়ীতে সাংবাদিক রফিক স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৮:১৬:২১ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি : কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রফিক আহমদ-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং সাংবাদিক বদরুল ইসলাম, মাহবুব আলম রওশন ও শামীম আহমদ-এর সুস্থতা কামনায় জুড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।
সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাস্টার, গ্রামীণ ব্যাংকের উপপরিচালক (অবঃ) মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইসহাক আলী, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক তুতিউর রহমান তোতা, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, এপেক্স ক্লাব অব জুড়ী ভেলীর সভাপতি হাবিবুর রহমান, অতীত সভাপতি নাজিম উদ্দিন মানিক, মরহুম সাংবাদিক রফিক আহমদ-এর পুত্র ক্রিকেটার জাকির হোসেন তানিম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিজ লুৎফুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক মো: বেলাল হোসাইন, সালমান হোসেন প্রমুখ।