তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩, ৯:০০:৪৯ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আপন তিন ভাই ও ভাতিজাদের মারপিটে নুরুল আমিন (৬০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে নিহতের ছোট ছেলে বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আসামী করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার বাদী তাসকিরুল ইসলাম উপজলোর দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের নুরুল আমিন (৬০) এর ছেলে।
গত বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এশার নামাজের পর রাত সাড়ে আটটায় নিজ গ্রামে জানাজা নামাজ শেষে গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে। হত্যাকাÐে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।