তাহিরপুরে ইয়াবাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৬:৩৫:৪৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ। তারা হলেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বালিয়াঘাট গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ওমর আলী (২৩) ও মোঃ নুরু মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৪)। সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি নন্দন কান্তি ধর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই মাহমুদুল ও এএসআই দেলোয়ার উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ের কাউকান্দি বাজারের গোদারাঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করলে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।