মাধবপুরে গাঁজাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৬:৩৮:২৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে হকার বেশে গাঁজা পাচারের সময় জসিম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয় বলে তারা দাবি করে। শনিবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রাম থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জসিম উদ্দিন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পাই টেল বাড়ি গ্রামের মৃত কালাচানের ছেলে। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।