দোয়ারাবাজার সমিতির মেধাবৃত্তির ফলাফল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৬:৪৪:৫০ অপরাহ্ন
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির আয়োজনে মেধাবৃত্তি ২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে। বৃত্তি পরীক্ষা আয়োজন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসাইন, সমিতির সভাপতি মাসুক আহমদ তাহের, সেক্রেটারি দেওয়ান রুশো চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের এই তথ্য জানান। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে ৫ম ও ৮ম শ্রেণিতে মোট বৃত্তি দেওয়া হচ্ছে ৪৯ জন কে।
প্রাইমারী তে ৬ টি টেলেন্টপুল, সাধারণ বৃত্তি ৩৪ টি। ৮ম শ্রেণিতে ৩ টি টেলেন্টপুল এবং ৬টি সাধারণ বৃত্তি ঘোষণা করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের সনদসহ পুরস্কার প্রদান করা হবে। বিস্তারিত সমিতির সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে জানা যাবে। উল্লেখ্য মেধাবৃত্তি পরীক্ষা গত ৩১ ডিসেম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল। বিজ্ঞপ্তি