ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৬:৫২:২৮ অপরাহ্ন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট বিভাগীয় সমাবেশ আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার। সমাবেশ সফলের লক্ষে ২০ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় সিলেট নগরীর ৩৪, ৩৫, ও ৩৬নং ওয়ার্ডে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মিলন উরাও পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলী সদস্য দীনবন্ধু পাল, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা চৌধুরী প্রমুখ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি