দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৭:৫৪:১২ অপরাহ্ন
সিলেট দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরাঁ মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট দক্ষিণ সুরমা শাখার সাধারণ সভা শুক্রবার রাতে কদমতলীতে একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির সহ সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও ভার্থখলা পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির সহ সভাপতি শরীফ আহমদ, তারেক আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী ও ফারুক মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাজা মিয়া, প্রচার সম্পাদক আব্দুল কাদির, সহ প্রচার সম্পাদক নূরুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক তপু আহমদ, নির্বাহী সদস্য এমদাদ হোসেন, রাসেল মিয়া, আব্দুল মোমেনসহ সকল সদস্য বৃন্দ।
বার্ষিক সাধারণ সভায় আয় ব্যয় এর প্রতীবেদন পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করণ এবং নিরাপদ খাদ্য ও হোটেলের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সকালের প্রতি আহবান করা হয়। এদিকে দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুস সাত্তার এর সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি