জাতীয় ছাত্রদলের আসাদ দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৭:৫৮:৪১ অপরাহ্ন
২০ জানুয়ারি ছিল শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১দফা কর্মসূচীর মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তার ৫৫-তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যেগে এক আলোচনাসভা জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি উসমান গণির সভাপতিত্বে ও জেলা কমিটির অন্যতম নেতা শুভ আজাদ শান্তর পরিচালনায় সন্ধ্যা ৬টায় সুরমা মার্কেটস্থ এনডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সহ-সভাপতি মো. মিলন, ওয়াসিম মুহাম্মদ শামস্, সাংগঠনিক সম্পাদক তুখোড় আড়ং, সহ-সাধারণ সম্পাদক রাকেশ চন্দ্র দাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুল মুমিন রাজু সহ প্রমুখ। বিজ্ঞপ্তি