মুহিবুর রহমান একাডেমিতে পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৪১:৩৮ অপরাহ্ন
সিলেট নগরের দরগাহ মহল্লায় অবস্থিত মুহিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। শনিবার সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, পায়রা সমাজকল্যাণ সংঘের সম্পাদক আব্দুর রহমান দুদু, দরগা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির চৌধুরী, শিক্ষানুরাগী মো. ইয়াহইয়া, মদনমোহন কলেজের সমাজকর্ম বিভাগের প্রধান আবুল কাশেম।
মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুর রহমান ও একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমির উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন।
সকাল থেকে ৩২টি স্টলের অংশগ্রহণে জমজমাট এই উৎসবে বিপুল জনসমাগম ঘটে। অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে সেরা তিনটি স্টলকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে রাত সাড়ে ৮টায় উৎসব সমাপ্ত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। বিজ্ঞপ্তি