বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে : অধ্যক্ষ হান্নান
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৪৬:৫৫ অপরাহ্ন
ইবনেসিনা হাসপাতাল সিলেট এর পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি জান ও মালের ক্ষতিসাধিত হয়েছে সুনামগঞ্জ জেলার। এ ক্ষতি কাটিয়ে উঠতে আপনাদের অনেক সময় লাগবে। আমার বিশ্বাস এ কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলআমিনের সহযোগিতায় আপনারা এই বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, ভয়াবহ বন্যার পর হাওর অঞ্চলে প্রচন্ড শীত পড়েছে। শীতার্ত মানুষের মধ্যে আমরা ইবনেসিনা হাসপাতালের পক্ষ থেকে আমরা সামান্য কম্বল নিয়ে এসেছি। আমাদের উচিত ছিলো আপনাদের ঘরে ঘরে নিয়ে দেওয়া। কিন্তু আপনারা এখানে হাজির হয়ে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন।
শনিবার ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড’র পক্ষ থেকে সুনামগঞ্জের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের এজিএম ও হেড অব মার্কেটিং মো: ওবায়দুল হকের সভাপতিত্বে ও সিনিয়র এসিস্টেন্ট ম্যানেজার (মার্কেটিং) মো: সাহেদ আলীর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মাওলানা তোফায়েল আহমদ খান, মাওলানা মোমতাজুল আবেদীন, মো: আবদুল্লাহ, কদরতে এলাহি মারুফ, হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ও ইনচার্জ (রেডিওলজি ও ইমেজিং ফ্লোর) দিলশাদ মিয়া।
হবিগঞ্জে কম্বল বিতরণ: এদিকে শনিবার ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড’র পক্ষ থেকে হবিগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। হাসপাতালের ডেপুটি ম্যানেজার (কাষ্টমার কেয়ার) নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জে.কে. এন্ড এইচ.কে হাইস্কুল এর অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মহসিন আহমদ, ৫ নং সানখলা ইউপি চুনারুঘাটের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা কামরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ উদ্দিন, হাসপাতালের মার্কেটিং অফিসার এহসান রুবেল খান।
নগরীর ২১ নং ওয়ার্ডে কম্বল বিতরণ: এছাড়া শনিবার ইবনেসিনা হাসপাতাল সিলেট এর উদ্যোগে নগরীর ২১ নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) আজাহার উদ্দিন খানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের এজিএম ও হেড অব এডমিন মুহাম্মদ জাকির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেড অফ এইচআর ইকবার হোসেন খন্দকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মহসিন উদ্দিন আহমেদ, আব্দুর রহিম, আব্দুল মালিক ফরিদ, আলিম হোসেন খান, আবু হাসান, হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট খলিলুর রহমান জালাল, সিনিয়র অফিসার কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট দেলোয়ার হোসেন রনি। বিজ্ঞপ্তি