জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় : এডভোকেট জুবায়ের
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৪৮:০৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মানুষের বিপদ আপদ মুসিবত বেশীদিন স্থায়ী থাকেনা। তবে বিপদের দিনে যারা পাশে থাকেন তাদের কেউ ভুলেনা। যারা মানুষের কল্যাণে কাজ করে আল্লাহপাকও তাদের ভালবাসেন। জামায়াত মানবতার কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই যে কোন মুসিবতে সামর্থ্যরে সবটুকু সহযোগিতা নিয়ে মানবতার পাশে দাঁড়ায়। বর্তমানে সিলেটসহ সারাদেশে শীতের প্রকোপ বেড়েছে। এতে অসহায় হতদরিদ্র মানুষের জীবনযাত্রা থমকে যাওয়ার উপক্রম। এমন সময়ে জামায়াত সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। শীতার্তদের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ অনুযায়ী সকলের এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষ একটু উষ্ণতা খুঁজে পাবে।
তিনি শনিবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর শাহপরান পূর্ব থানার ৩২নং ওয়ার্ডের মেজরটিলা (ইসলামপুর) এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও কাউন্সিলর প্রার্থী সৈয়দ ফরহাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মন্জুর রহমান, জামায়াত নেতা মাওলানা শাহ মাহমুদুল হক, নাসির উদ্দিন চৌধুরী, মাওলানা আশরাফ আলী, এলাকার বিশিষ্ট মুরব্বী রকিব আহমদ, জালাল আহমদ ও আব্দুল লতিফ প্রমুখ। বিজ্ঞপ্তি