উন্নত দেশের তালিকায় বাংলাদেশের নাম লিপিবদ্ধ : বনমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৪০:৫৯ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন- ‘উন্নত দেশের তালিকায় এখন বাংলাদেশ লিপিবদ্ধ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। আগামী নির্বাচনে সবাই ঐকবদ্ধ হয়ে কাজ করে নৌকাকে জয়ী করে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে’। তিনি শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম বদরুল হোসেন স্মরণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মাসুক মিয়ার সভাপতিত্বে এবং রিংকু রঞ্জন দাশ ও মাহবুবুল ইসলাম কাজলের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, আব্দুন নূর মাস্টার, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদিক, শাহাব উদ্দিন লেমন, বদরুল ইসলাম, বিবেকানন্দ দাশ, আব্দুল লতিফ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, গোপাল দত্ত বাবলু, শ্রীকান্ত দাশ, নজরুল ইসলাম চৌধুরী মাখন, রাজকুমার বারই, আব্দুল কাদির দারা, তাজুল ইসলাম, মামুনুর রশীদ সাজু, শেখরুল ইসলাম, কিশোর রায় চৌধুরী মনি, বিধান দাশ বাদল, নুরুজ্জামান, শামীম আক্তার, পুলক, শাহাব উদ্দিন প্রমুখ।