দ্বীনকে বিজয়ী করতে সাহাবায়ে কেরামের সংগ্রামী জীবন অনুসরণ করুন : এড. জুবায়ের
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৫৩:৪৬ অপরাহ্ন
উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যায়, অবিচার মুক্ত ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে কাজ করছে। দ্বীনের বিজয়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তিনি ইসলামী আন্দোলনের সকল কর্মী ও দায়িত্বশীলকে কুরআন ও হাদিসের সঠিক চর্চার পাশাপাশি এর সঠিক স্পিরিট ধারণ করার আহŸান জানিয়ে বলেন দ্বীনকে বিজয়ী করতে সাহাবায়ে কেরামের সংগ্রামী জীবনকে অনুসরণ করুন। তিনি বলেন ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের বিশেষ করে নিজের পরিবার, নিকট আত্মীয়, পাড়া-প্রতিবেশী, নিজের কর্মস্থল সহ সকল জায়গায় সহীহ ঈমানী চেতনা নিয়ে দাওয়াতী কাজ করতে হবে। বছরের শুরু থেকেই সংগঠনের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
তিনি শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখা আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট উত্তর জেলা আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাশুক আহমদ। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা কমর উদ্দিন, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, জকিগঞ্জ উপজেলা আমীর সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন আহমদ, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা নাজুমল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি