টানা ৫ সপ্তাহ ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৫৪:০৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : চলতি সপ্তাহে স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি দাঁড়িয়েছে ১ হাজার ৯২৮ ডলার ৯৮ সেন্টে, যা গত এপ্রিলের ১ হাজার ৯৩৭ ডলার ৪৯ সেন্টের পর সর্বোচ্চ। এ নিয়ে টানা ৫ সপ্তাহ বেড়েছে স্বর্ণের দাম। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটে শুক্রবার স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৯ ডলার ৭০ সেন্ট। স্টোন এক্সের বিশ্লেষক রোনা ও’কনেল এ মূল্যবৃদ্ধিকে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তের ফলাফল হিসেবে আখ্যা দেন। তাছাড়া মূল্যস্ফীতি, কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা ও অনিশ্চিত অর্থনৈতিক পটভূমিতে ইকুইটির জন্য মিশ্র দৃষ্টিভঙ্গি এমন অবস্থার সৃষ্টিতে ভূমিকা রেখেছে।
এদিকে রৌপ্যের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ২৩ ডলার ৯১ সেন্টে দাঁড়িয়েছে। শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩১ ডলার ৫১ সেন্টে। প্যালাডিয়ামের দাম হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। বর্তমান দাম ১ হাজার ৭৩২ ডলার ৪১ সেন্ট।