তিব্বতে তুষার চাপাপড়া ২৮ মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৮:৫৫:৩৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : তিব্বতের সড়কে তুষারধসে আটকে পড়া ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর নিংচির একটি টানেল থেকে বের হওয়ার মুখে তুষারপাতে কয়েকটি যানবাহন আটকে পড়ে।
স্থানীয় উদ্ধারকারীরা বলেছেন, শক্তিশালী বাতাসের কারণে তুষারপাত হচ্ছিল। তবে ওই ঘটনায় কতজন নিখোঁজ তা জানা যায়নি। সরকারি কর্মকর্তার বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, ৫৩ জনকে জীবিত পাওয়া গেছে। যাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
পার্বত্যাঞ্চলটি ভূপৃষ্ট থেকে প্রায় সাড়ে ৪ হাজার মিটার উচ্চতায় অবস্থিত। খাড়া ঢাল ও পাদদেশের এবড়োথেবড়ো সড়কের কারণে যাত্রীদের পাড়ি দিতে হয় বিপদসংকুল পথ।