ললিতকলা একাডেমীতে উচ্চাঙ্গ সঙ্গীতের সনদপত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৫:৫৯:৩৫ অপরাহ্ন
ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জসওয়াল বলেছেন, সঙ্গীত একটি সাধনা, এই সাধনাই শিল্পীদের সাফল্যের শীর্ষে পৌঁছায়। সিলেট ললিতকলা একাডেমী সুস্থধারার সংগীত সাধনার এক অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা সঙ্গীত চর্চা করছেন, তাদের মেধা ও যোগ্যতা অসাধারণ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আইসিসিআর স্কলারশীপ নিয়ে ভারতের কলকাতায় অত্যন্ত দক্ষতার সাথে লেখাপড়া করছেন।
তিনি শনিবার সন্ধ্যায় সিলেট ললিতকলা একাডেমীর উদ্যোগে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট ললিত কলা একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাশ ভট্টাচার্য্যেরে সভাপতিত্বে ও ঋতশ্রী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসকের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.এস.এম কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেট এর আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুইয়া, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক বাবুল, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক এম আহমদ আলী প্রমুখ।
সবশেষে শিক্ষার্থীদের মধ্যে সিলেট ললিত কলা একাডেমীর সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে তবলায় ছিলেন বাপ্পী গোস্বামী, তানপুরায় ছিলেন পদ্মশ্রী দে, তাসপিয়া কান্তা পিয়াতা, শতাব্দী দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি