শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পশ্চিম থানা শাখার সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৬:৫৪:১৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পশ্চিম থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার রাতে নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পশ্চিম থানা শাখার সভাপতি মুহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, শাহপরান পশ্চিম থানা শাখার প্রধান উপদেষ্টা আনোয়ার আলী, ফেডারেশন সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পশ্চিম থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে এবাদুর রহমানকে সভাপতি, মুহিবুর রহমান শামীমকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল বাছিত মিলন ও আছাদুল আলম চৌধুরীকে সহ সভাপতি, এডভোকেট জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক ও মুক্তার হোসেনকে সহ সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহপরান পশ্চিম থানা শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়। বিজ্ঞপ্তি