শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী পশ্চিম থানা’র দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৬:৫৬:১৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী পশ্চিম থানা শাখার দ্বি বার্ষিক সম্মেলন শনিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী পশ্চিম থানা শাখার সভাপতি মাওলানা গোলামুর রহমান গোলাব-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, কোতোয়ালী পশ্চিম থানা শাখার প্রধান উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম, ফেডারেশন সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। সম্মেলনে কোতোয়ালী পশ্চিম থানা শাখার অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মাওলানা গোলামুর রহমান গোলাবকে সভাপতি ও জাবেদুর রহমানকে সাধারণ সম্পাদক, এমদাদুল হক সাইয়েদ ও সৈয়দ আব্দুল হামিদ রিপনকে সহ সাধারণ সম্পাদক, জিল্লুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ সনের কোতোয়ালী পশ্চিম থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. নুরুল ইসলাম বাবুল বলেন, অনির্বাচিত শাসক গোষ্ঠির লুটপাট, সীমাহীন দুর্নীতির কারণে দেশের শ্রমিক জনতা অতিষ্ঠ। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন। সে লক্ষ্যে শ্রমিক নেতৃবৃন্দকে কাজ করতে হবে। তিনি অবিলম্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি আ.ন.ম শামছুল ইসলামসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবী জানিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার ও ন্যায্য দাবি আদায় করতে তৃণমূল শ্রমিক নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি