সিমোপা’র সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৬:৫৮:৩৪ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগারের (সিমোপা) ৮০৭ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শনিবার সন্ধ্যায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মোবাইল পাঠাগারের সহ-সভাপতি মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতের সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছড়াকার দেলোয়ার হোসেন দিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক। সাহিত্য আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন গল্পকার মিনহাজ ফয়সল।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন কবি ছয়ফুল আলম পারুল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, ছড়াকার কবির আশরাফ, গল্পকার ইমরান ইমন, কবি জেনারুল ইসলাম, বৃক্ষপ্রেমিক এম এ গফফার, কবি মকসুদ আহমদ লাল, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি জুবের আহমদ সার্জন, ছড়াকার ফতুল করিম হাসান, খালেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি