এজি ফাউন্ডেশনের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৭:০৫:০৫ অপরাহ্ন
এজি ফাউন্ডেশনের উদ্যোগে রোববার সকালে সিসিকের নবগঠিত ৩০নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ সুরমার চান্দায়ে এজি ফাউন্ডেশন কার্যালয়ে এসএসসি ২০২১-২২ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য এমরুল হাসান, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ছয়েফ খান, খলিলুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জামাল উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, সমাজসেবী খালেদ আহমদ, অলপনা রাণী, শ্রমিকনেতা আজাদ মিয়া। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা রুপল মাহমুদ, মনসুর মিয়া, পাতান মিয়া, ব্যবসায়ী সালাম মিয়া, সমাজসেবী মকলিছ মিয়া, মিনহাজ আহমদ প্রমুখ।
এজি ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি