বাহরাইনে ফেক্সি ভিসার নতুন সংস্করণে সেমিনার
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৮:০০:৫৭ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি : বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ও শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর যৌথ উদ্যোগে ফেক্সি ভিসার নতুন সংস্কারের কর্মী নিবন্ধন পদ্ধতি সম্পর্কে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল ১০ টায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও শ্রম সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে খগজঅ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রির্সোস এন্ড সার্ভিসের ডেপুটি সিইও হিসাম মোহাম্মদ, প্লানিং এন্ড ডেভেলপমেন্ট এডভাইজার আহমেদ ইবরাহীম আল আরাবী, সাদেক্বা খাদেম ও হুসাইন আশশায়ে’র।
অনুষ্ঠানে খগজঅ-এর নতুন সংস্কারের বিষয়ে একটি প্রেজেন্টেশন স্লাইড আকারে উপস্থাপন করা হয়। এসময় খগজঅ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মো.মহিউদ্দিন কায়েছ, প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।