বিশ্বনাথে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৮:০৪:১৭ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্বনাথের সন্তান ডা. দিলওয়ার হোসেন সুমন যোগ দেয়ার পর থেকে এই হাসপাতালের স্বাস্থ্য সেবায় আলোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিশ্বনাথবাসীরও আশা তৈরী হয়েছে। সেই আশাই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, এতোদিন এই হাসপাতালটি একটি সিন্ডিকেটে অধীনে চলছিল। এই সিন্ডিকেট ভাঙতে অনেক কষ্ট করতে হয়েছে। এখন থেকে এই হাসপাতালটি নিয়মের মধ্যেই চলবে। এমপি মোকাব্বির বলেন, হাসপাতালের প্রতিটি সমস্যা চিহ্নিত করে তা শীঘ্রই সমাধান করা হবে।
রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় হাসপাতালের সমস্যা, সেবা ও সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলওয়ার হোসেন সুমন। স্বাস্থ্য সহকারি দিবাংশু গুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও রাজিব বৈষ্ণ, নার্সিং সুপারভাইজার শাকুর আহমদ, বিশ্বনাথ প্রেসকাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী জামালউদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আশিক আলী।
এর আগে ফিতা কেটে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় উপজেলা জিন এক্সপার্ট ল্যাবরেটরীর উদ্বোধন করেন। এরপর ১৯-২৫ জানুয়ারী জরায়ূ ও-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনডিসি কর্ণার, ল্যাব অফিস, ইমাজেন্সি শাখাসহ প্রতি সেবা শাখা পরিদর্শন করেন। এর আগে কাদিপুরস্থ শাহজালাল পল্লি পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও কোভিড-১৯ স্কুল ভ্যাক্সিণেশন (২য় রাউন্ড) প্রোগ্রামের উদ্বোধন করেন মোকাব্বির খান।