বিশ্বনাথে নেছার আহমদ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৮:০৫:০৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলায় প্রবাসীরা দেশ ও জাতির পাশে ছিলেন। মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি প্রবাসীদের অবদান অপরিসীম।
তিনি শুক্রবার রাতে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের শাহজিরগাঁও গ্রামে ‘লেখাপড়া-খেলাধুলা-শৃংখলা, এই তিনে জীবন গড়া’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত ‘শেখ নেছার আহমদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শেখ মামুন উল্লাহ স্পোর্টস একাডেমী’ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ মোশাহিদ আলী।
শেখ নেছার আহমদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিক আলীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, যুক্তরাজ্য প্রবাসী ফজলুল হক আরজু, সিরাজুল ইসলাম, আব্দুল খালিক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পাগল হাসান, তসিবা, জারা খান মুন্নী, আইডল ইমনসহ স্থানীয় কন্ঠশিল্পীবৃন্দ। অনুষ্ঠানগুলোতে এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।