গোয়ালাবাজারে ইনসান এইডের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৮:০৭:১২ অপরাহ্ন
ইনসান এইডের উদ্যোগে দেড় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে সিলেটের গোয়ালাবাজারস্থ পুরকায়স্থপাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইনসান এইডের ওভারসীজ ডেভলাপমেন্ট ম্যানেজার প্রকৌশলী নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনসান এইডের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মিয়া।
হাফিজ জাহেদ আহমদের পরিচালনা ও কোরআন থেকে তেলাওয়াতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সামাদ, প্রবাসী জিলু মিয়া, উমরপুর বাজার মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ শিহাব উদ্দিন, মদিনাতুল উলুম মহিলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা খিজির আহমদ, উমরপুর বাজার মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহমুদুল হাসান সেলিম, ইউসিবি ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার জালাল আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ, টিটু চৌধুরী ও সানোয়ার মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি