গোলাপগঞ্জে দেওয়ানের ব্রীজ নিয়ে এলজিইডির গণশুনানি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ৮:৫৫:২৯ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে দেওয়ানের পুল ভাঙ্গা ও না ভাঙ্গা নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উদ্যোগে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় ব্রীজ সংলগ্ন মাঠে তিন ইউনিয়নের মানুষের উপস্থিতিতে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এ সময় লিখিতভাবে স্থানীয়রা তাদের মতামত পেশ করেন।
উল্লেখ্য যে, দেওয়ানের সড়কসংস্কার ও প্রশস্ত করণের কাজ শুরু হলে শতবছরের প্রাচীনতম দেওয়ানের ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ নিয়ে দৈনিক জালালাবাদসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এছাড়া সামাজিক যোগযোগমাধ্যমেও ব্রীজভাঙ্গার কাজ স্থগিত রাখতে প্রচারণা চালান স্থানীয়রা। এর প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে ব্রীজটি ভাঙাসহ রাস্তা নির্মাণের কাজ স্থগিত করা হয়।
গোলাপগঞ্জ উপজেলার অতি গুরুত্বপূর্ণ যোগযোগমাধ্যম হচ্ছে হেতিমগঞ্জ-ঢাকাদক্ষিণ দেওয়ান সড়ক। উপজেলা সদর ব্যবহার না করে ঢাকা দক্ষিণ, ভাদেশ^রসহ পূর্ব সিলেটে যাতায়াতে এ রাস্তাটি অনেকটা সহজ মাধ্যম। সাম্প্রতিক সময়ে এই রাস্তাটি প্রশস্তকরণ, মেরামত ও উন্নয়নের জন্য প্রায় ৩০ কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাতে নিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ব্যবস্থাপনায় কাজ শুরু হলে মধ্য পথে প্রাচীনকালের স্থাপনা দেওয়ান ব্রীজটিও ভাঙ্গার কবলে পড়ে।
৩ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দের এ ব্রীজটির ভাঙ্গার কাজ প্রায় ৪০ ভাগ সম্পন্ন হলে তা বন্ধের লক্ষ্যে বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবী ওঠে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারিত হতে থাকলে একপর্যায়ে সরকারী নির্দেশনায় ব্রীজ ভাঙ্গা ও নতুন ব্রীজ তৈরীসহ সকল কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়।
এ দিকে স্থানীয় জনগণ ব্রীজটি ঝুকিপূর্ণ আখ্যা দিয়ে তা ভেঙ্গে নতুন করে নির্মাণের জন্য দাবী উত্থাপন করে মানববন্ধনসহ নানাকর্মসূচী পালন করেন। ফলে দেওয়ানব্রীজ ভাঙ্গা ও নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ ব্যাপারে রোববার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উদ্যোগে এক গণশুনানির আয়োজন করা হয়। এতে সুবিধাভোগী স্থানীয় লক্ষীপাশা, ঢাকা দক্ষিণ ও ফুলবাড়ী ইউনিয়নের ব্যাপক সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলের সভাপতিত্বে, ইউপি সদস্য এম এ আহাদ ও এনামুল হক আবুলের পরিচালনায় গণশুনানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ, ঢাকা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সেলিম আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী নুরুল আলম, শ্রীবহর গ্রামের মজনু মিয়া প্রমুখ। আশপাশের ৩টি ইউনিয়নের অনেকে গণশুনানিতে অংশ নিয়ে তাদের অভিমত প্রকাশ করেন।
গণশুনানিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি’র সিলেটের নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান।