শেখ হাসিনার প্রস্থানের সাথে আ’লীগেরও দিন শেষ হবে : রাজনগরে নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৫:৫৬:১৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
‘শেখ হাসিনার ক্ষমতার প্রস্থানের সাথে সাথে বাংলাদেশে আওয়ামীলীগেরও দিন শেষে হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন সাবেক এমপি এম নাসের রহমান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের নাম কোথাও থাকবে না। শেখ হাসিনার অধিনে কোনো নির্বাচনও হবে না। আর শেখ হাসিনার অধিনে যখন নির্বাচন হবে না তখন আওয়ামীলীগও নির্বাচন করবে না।
রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির আয়োজনে মুন্সিবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোনাটিকি বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
নাসের রহমান বলেন, আ’লীগ গুন্ডা মাস্তানদের দল। এরা দেশের মধ্যে মাস্তানতন্ত্র নৈরাজ্য আর লুটপাটতন্ত্র চালু করেছে। শেখ হাসিনার অবৈধ সরকারের পতনের পর এ দেশ পরিচালনার বিকল্প একমাত্র নেতা হচ্ছেন তারেক রহমান। আর তিনিই হবেন ভবিষ্যতে এ দেশের অবধারিত প্রধানমন্ত্রী।
মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি মো. হেলু মিয়া, রাজনগর উপজেলা সভাপতি মো. জিুতু মিয়া, সাধারণ সম্পাদক আব্বাছ আলী মাষ্টার, ওয়ার্ড মেম্বার নূরুল আমিন, যুবদল নেতা নছিম আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ হুর রহমান, রাজনগর উপজেলা বিএনপির সহ সভাপতি কবির মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রকিব আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদ মিয়া, দপ্তর সম্পাদক রুপক দেব প্রমুখ।