সুনামগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৫:৫৭:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে চেয়ারম্যান সমিতি সুনামগঞ্জ জেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল বরকত।
সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, চেয়ারম্যান মিলন খান, চেয়ারম্যান নুরে আলম সিদ্দিক তপন, চেয়ারম্যান ইউনুছ আহমদ, চেয়ারম্যান গয়াছ আহমদ, চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম। শেষে আলোচনার মাধ্যমে সমিতির সাবেক চেয়ারম্যান সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল বরকতকে সভাপতি এবং শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।