হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৫:৫৮:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে হাওর রক্ষা বাঁধের কাজ সময়মতো শুরু না করার প্রতিবাদে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, কেন্দ্রীয় সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা কমিটির সহ সভাপতি আলী হায়দার, সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, প্রভাষক মামুন আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ ডিসেম্বর সুনামগঞ্জের সকল উপজেলায় হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হওয়ার কথা থাকলেও ২৩ ডিসেম্বর এসে পাউবো ও জেলা প্রশাসন বিভিন্ন বাঁধের কাজ উদ্বোধন করেন। সঠিক সময়ে বাঁধের কাজ শুরুই হয়নি এবং সময়মতো শেষ না হলে এবার কৃষকদের সাথে নিয়ে হাওর রক্ষা বাঁধের কাজের সাথে জড়িত সবাইকে প্রতিহত করা হবে। তারা বলেন, বৃষ্টি শুরু না হওয়ায় বাঁধের কাজ শুরু হচ্ছে না, আর বৃষ্টি শুরু হলে তখন পিআইসি কমিটির সদস্যরা সময়সীমা অতিক্রম হলে সময় বাড়ানোসহ নানান বাহানা খুঁজে সময় কালক্ষেপণ করবেন। আর তখন বাঁধের কাজ অসমাপ্ত থাকলে শংঙ্কা বাড়বে কৃষকদের মনে।
একদিকে যে সব হাওরে বাঁধের কাজ শুরু হয়েছে তাও ধীর গতিতে চলছে। এভাবে বাঁধ নির্মাণ করলে আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বাঁধের কাজ শেষ হবে না বলে শঙ্কা প্রকাশ করেন তারা। এছাড়া হাওরের ফসল রক্ষা করতে অপ্রয়োজনীয় অতিরিক্ত বাঁধ ও বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ লুটপাট করার পাঁয়তারা চলছে। লুটপাটের আলামত হিসেবে গত বছরের এক পিআইসিকে এবার দুই পিআইসি করে ডাবল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে এমপিরা হস্তক্ষেপ করছেন। বক্তারা সকল বাঁধের কাজ দ্রুত শুরু করার দাবি জানান।