জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে আন্ত:হাউস ক্রীড়ার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৬:৩৪:৫৪ অপরাহ্ন
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) এর ২১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সোমবার সকাল ১০ টায় নির্ধারিত নতুন মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসি’র পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ মাওলা ডন, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ানা আহমেদ। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে অভ্যর্থনা জানান জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্নেল মো: কুদ্দুসুর রহমান, পিএসসি ও বেগম অধ্যক্ষ রিনা সুলতানা রুমু।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাকারিয়া নাঈম। খেলার মাঠে সম্প্রীতি ও সহমর্মিতা রক্ষায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অন্তরা দেব এর নেতৃত্বে ক্রীড়ামোদী সকল শিক্ষার্থী ২০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শপথ পাঠ করেন। স্কুল গেমস প্রিফেক্ট মাইশা হোসেন খান ও কলেজ গেমস প্রিফেক্ট দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রামিম শিকদার প্রধান অতিথির নিকট থেকে মশাল প্রজ্জ্বলন করে মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন।
প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে পিটি ডিসপ্লে এবং কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ান্ডো’ প্রশিক্ষণার্থী ৬০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে আত্মরক্ষামূলক শরীরচর্চা কৌশল পরিবেশন করা হয়। ২৭৭ জন শিক্ষার্থী মার্চপাস্টে অংশগ্রহণ করেন। ৪১২জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আবহমান বাংলার ঐতিহ্য ও অপরাজেয় বাংলা’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আদর্শ বিদ্যানিকেতন হিসেবে জেসিপিএসসি জ্ঞানের মশাল প্রজ্জ্বলিত করে সুশিক্ষিত বিদ্যার্থী গড়ে তুলছে নিরন্তর। শিক্ষা, সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে এ শিক্ষাপ্রতিষ্ঠান দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
দুই দিনব্যাপী ২১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৪টি ইভেন্টে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী শিক্ষার্থী চূড়ান্তপর্বে অংশগ্রহণ করবে।
জেসিপিএসসি’র দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানিশা আনজুম নোভা ও দশম শ্রেণির শিক্ষার্থী ঐশিক সাহা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো: আবদুল হান্নান, শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি