শরৎচন্দ্র স্মরণে সাইক্লোনের আলোচনাসভা
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৬:৩৮:১৮ অপরাহ্ন
জীবনের বাস্তব সত্যকে শরৎচন্দ্র শিল্পে রূপ দিয়েছেন। তিনি ছিলেন জীবনসন্ধানী শিল্পী। বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাসাহিত্যিক হিসেবে খ্যাত। শরৎচন্দ্র তার সময়ে যেমন জনপ্রিয় ছিলেন, আজো তার সাহিত্য জনপ্রিয়। বাংলাসাহিত্য কমবেশি যারাই অধ্যয়ন করেছেন, প্রায় সবাই-ই শরৎ সাহিত্যের মুগ্ধ পাঠক।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শরৎ সাহিত্য : স্মৃতি-অনুভবে’ শীর্ষক আলোচনাসভায় বক্তারা একথা বলেন।
রোববার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৩০তম সাপ্তাহিক সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সাইক্লোনের সাবেক সভাপতি সেলিম আউয়াল। গল্পকার তাসলিমা খানম বীথির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপিয়ান-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইউকে-এর প্রেসিডেন্ট ড. ওয়ালি তছর উদ্দিন এমবিই। আলোচনায় অংশ নেন কবি সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মো. আমিনুল ইসলাম, সাইক্লোনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, এডভোকেট আবদুস সাদেক লিপন, রোটারিয়ান আবদুল মুহিত দিদার। সভায় লেখাপাঠে অংশ নেন মকসুদ আহমদ লাল, মাজহারুল ইসলাম মেনন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুস শহিদ। বিজ্ঞপ্তি