অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় মানবসেবা : কর্ণেল রুকন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৬:৪০:১১ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস অবসরপ্রাপ্ত লে. কর্নেল ডা. রুকনুল ইসলাম চৌধুরী বলেছেন, ভয়াবহ করোনা ভাইরাস স্মরণকালের ভয়াবহ বন্যাসহ প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই হাসপাতাল। চিকিৎসা সেবার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করছে ইবনে সিনা। তিনি বলে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড়ো মানবসেবা।
সোমবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মধে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শীতবস্ত্র বিতরণ কমিটির সমন্বয়কারী ওবায়দুল হকের সভাপতিত্বে ও সিনিয়র এসিস্ট্যান্ড ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন, সিনিয়র অফিসার করপোরেট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট দেলোয়ার হোসেন রনি প্রমুখ।
জিন্দাবাজারে কম্বল বিতরণ
এদিকে, ইবনেসিনা হাসপাতালের পক্ষ থেকে একই দিন সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। হাসপাতালের এজিএম ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন এজিএম ও হেড অব (এডমিন) মো. জাকির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ড ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ও করপোরেট ইনচার্জ মো. শাহেদ আলী (এডমিন), এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন প্রমুখ। বিজ্ঞপ্তি