কবি নীলিমা আক্তারের কাব্যগ্রন্থের প্রকাশনা
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৬:৪২:১২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-প্রবাসী কবি ও সংগঠক নীলিমা আক্তারের ২য় কাব্যগ্রন্থ ‘বিকেলে ভোরের ফুল’-এর প্রকাশনা অনুষ্ঠান রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র জেলা শাখার আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গল্পকার ও সংগঠক জামান মাহবুব।
নন্দিনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দীকা রুহীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নন্দিনীর উপদেষ্টা গল্পকার সেলিম আউয়াল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, কবি আয়েশা মুন্নী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকাশনা সংস্থা দোঁয়াশ-এর স্বত্বাধিকারী লুৎফুর রহমান তোফায়েল, স্বাগত বক্তব্য রাখেন নন্দিনীর সাংগঠনিক সম্পাদক এম আলী হোসাইন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নন্দিনীর সহসভাপতি কবি ইছমত হানিফা চৌধুরী, ব্যাংকার আব্দুল হাফিজ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, কবি মোহাম্মদ বাদশাহ গাজী, নন্দিনীর প্রচার সম্পাদক কবি কামাল আহমদ, লেখক সৈয়দ মুস্তাফিজ, সাংবাদিক সৈয়দ এমরান উদ্দিন ফয়সল প্রমুখ। বিজ্ঞপ্তি