‘সুইডেনে কুরআনে আগুন দেয়া বিশ্ব মুসলিমের হৃদয়ে আগুন দেয়ার শামিল’
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৭:১৭:৩২ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কতিপয় উগ্র কট্টরপন্থি কর্তৃক পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে আগুন দেয়ার মাধ্যমে গোটা মুসলিম বিশ্বের কলিজায় আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি।
মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন আমাদের জীবন বিধান। কুরআনের সাথে কোন ধরনের বেয়াদবী মুসলমানরা বরদাশত করবেনা। মতপ্রকাশের স্বাধীনতার নামে বিশ্বব্যাপী কুরআন অবমাননার ঘটনা বেড়ে চলেছে। এ ব্যাপারে বিশ্ব মুসলিমকে জোরালো ও কঠিন পদক্ষেপ নিতে হবে। তিনি নিজ নিজ অবস্থান থেকে কুরআনে আগুন দেয়ার প্রতিবাদে শামিল হওয়ার জন্য বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানান।
তিনি সোমবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সুইডেনে কুরআনে আগুন দেয়ার প্রতিবাদে নগরীর আম্বরখানা এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে মহানগর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন ওয়ার্ড, থানা শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। বিজ্ঞপ্তি