ফেঞ্চুগঞ্জে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৭:২৫:০০ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জে প্রবাসি সৈয়দ সাদী আলম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার রাতে ফেঞ্চুগঞ্জের পুরানবাজারে আয়োজিত পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
মাইজগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরভাগ ইউপির সাবেক চেয়ারম্যান মজনুর রহমান চৌধুরী, দুনীতি প্রতিরোধ কমিটি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রবাসি সৈয়দ রজব আলী, সৈয়দ গজনফর আলী, লাল মিয়া, আবুল কাশেম চৌধুরী রুমেল।
পুরানবাজার, শ্রীমিস্রি এবং নিজামপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নকীব রিফাত এবং সুইট রাহিম জুটি। খেলায় নকীব, রিফাত জুটি ২-০ গেমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত জুটির হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রবাসি সৈয়দ সাদী আলম ও টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক মানবজমিন প্রতিনিধি হাসান চৌধুরীকে। ক্রেস্ট প্রাপ্ত হন, বাবুল আহমেদ, আহাদ হোসেন, আব্দুল হাকিম। খেলা পরিচালনার পুরস্কার দেয়া হয় জামাল উদ্দীনকে। বিশেষ ক্রেস্ট তুলে দেয় হয় প্রবাসি হিসেবে জুবায়ের হোসেন, নকীব উজ জামান, জুনেদ আহমদ, জুসেফ চৌধুরী এবং পাবেল আহমদের হাতে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুবেল আজম। বিজ্ঞপ্তি