জিন্দাবাজারে পানির লাইন লিকেজে ভোগান্তি
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৮:৫৭:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে সড়কের নিচে দিয়ে যাওয়া পানির পাইপে লিকেজের ঘটনা ঘটেছে। পাইপ লিকেজ হয়ে পানিতে ভেসে যাচ্ছিল আশপাশের সড়ক। এই লিকেজ মেরামতে সোমবার সকাল থেকে কাজ শুরু হয়েছে।
জানা গেছে, নগরীর বিভিন্ন সড়কের নিচ দিয়ে, ফুটপাত ঘেঁষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পানির পাইপ নেওয়া হয়েছে। এরকম পাইপ গেছে জিন্দাবাজার এলাকার সড়ক দিয়েও। জিন্দাবাজার পয়েন্ট এলাকায় (শুকরিয়া মার্কেটের কাছে) রোববার রাত ১০টার দিকে একটি পাইপে লিকেজের ঘটনা ঘটে। এরপর থেকে ওই সড়ক পানিতে ভেসে যাচ্ছিল। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর সোমবার সকাল থেকে পাইপ মেরামত কাজ শুরু করেছে সিসিক।
এ বিষয়ে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর জানান, নগরীতে পানির নিচ দিয়ে পাইপলাইন বসানোর কাজ চলছে। পর্যায়ক্রমে পুরো নগরীতে কাজ হবে। জিন্দাবাজারে পানির পাইপ লিকেজ হয়েছিল তাই এই এলাকায়ও কাজ করা হচ্ছে।