শীত কমছে, বাড়ছে তাপমাত্রা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৭:২৭:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সারাদেশেই শীতের দাপট কিছুটা কমেছে। নেই শৈত্যপ্রবাহও। তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলে সারাদেশে পরবর্তী ৩ দিন রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সিলেটে গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল আগেরদিনের চেয়ে বেশি।
আবহাওয়ার অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দণি বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।