পীর মহল্লায় ইবনেসিনার শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৬:৫০:১৫ অপরাহ্ন
ইবনে সিনা ট্রাস্টের হেড অব এইচ আর ও সিনিয়র এজিএম মোস্তাফিজুর রহমান বলেছেন, ইবনে সিনা হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকেই সারাদেশে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সিলেট বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় সকলের প্রিয় প্রতিষ্ঠান বানভাসী মানুষের পাশে ছিল। এবারও সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় শীতার্ত মানুষের পাশে সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে কম্বল নিয়ে দাঁড়িয়েছে। তিনি ইবনে সিনার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সিলেট নগরীর পীর মহল্লায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে মঙ্গলবার কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের এজিএম ও হেড অব এডমিন মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার এডমিন মোঃ আজহার উদ্দিন খানের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিনিয়র এজিএম ও ইবনে সিনা ট্রাস্টের হেড অব অডিটস ইদ্রিস ফারুকী। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এইচ আর) ইকবাল হোসেন খন্দকার, ইবনে সিনা ট্রাস্টের এসিস্ট্যান্ট ম্যানেজার (এইচ আর) রাশেদুল ইসলাম, শাহপরান জামেয়া ইসলামিয়ার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মিজানুর রহমান ও প্রিন্সিপাল মাওলানা আসাদুর রহমান, হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার আনোয়ার হোসেন খান পাঠান। বিজ্ঞপ্তি