রাজনগরে বন্ধন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৬:৫৩:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান’র কনিষ্ঠকন্যা মাহিবা জাহরাহ রহমান এর চ্যারেটি সংগঠন ‘সমর্থন ফাউন্ডশন’’ এর উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ করা হয়। রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে প্রায় ৫শ হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। এতে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও জেলা বিএনপির সহ সভাপতি রেজিনা নাসের, জ্যেষ্ঠ কন্যা ফারহিন আমিরা রহমান।
সমর্থন ফাউন্ডেশনের আয়োজনে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. হেলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ হুর রহমান, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাছ আলী প্রমুখ।