নুরুল এহিয়ার ইন্তেকালে জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৮:১৭:২৮ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বলাউরা নিবাসী সাবেক ছাত্রশিবির নেতা শাকের আহমদের পিতা, প্রবীণ মুরব্বী মো. নুরুল এহিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন আহমদ, সেক্রেটারী মো. আল-ইমরান, কান্দিগাঁও ইউনিয়ন আমীর আব্দুস সামাদ ও সেক্রেটারী মখলিছুর রহমান কামরান।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কমনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি