শায়খুল হাদীস আব্দুল হক স্মরণে আলোচনা ও দোয়া
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৮:১৭:৫৪ অপরাহ্ন
মাওলানা আব্দুল হক চৌধুরী (র:) সারা জীবন শরিয়ত বিরোধী কর্মকান্ডে আপোষহীন ছিলেন। তিনি যেমন জ্ঞানে গুণে সমৃদ্ধ ছিলেন তেমনি তার পাঠদান ছিল ছাত্রদের কাছে আকর্ষনীয়। স্বাধীনতাত্তোর ঢাকা আলীয়া ও সিলেট আলীয়া মাদ্রাসায় তিনি এক ব্যাতিক্রমী কোরআন, হাদিস, ফেকাহ শাস্ত্রের তফসিরবিদ ছিলেন। একই সাথে ইংরেজিসহ বিভিন্ন ভাষা ও বইয়ে তিনি জ্ঞানী ছিলেন। তার হাজার হাজার ছাত্র আজ সুনামধন্য আলেম উলামা হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তখনকার যুগে সিলেট বিভাগ জুড়ে সত্যিকারের ইসলামি জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন।
সোমবার রাতে বিশিষ্ট আলেমেদ্বীন সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শায়খুল হাদীস অধ্যাপক মাওলানা মোং আব্দুল হক চৌধুরী রহ: স্মরণে আলীয়া মাদ্রাসা প্রাত্তণ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে মরহুমের ছাত্র সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান, মাওলানা হাবিবুর রহমানসহ বক্তারা তার জীবন ও কর্ম নিয়ে আলোচনাকালে এ কথা বলেন।
আলীয়া মাদ্রাসা প্রাত্তণ ছাত্র পরিষদের আহবায়ক ও আলীয়ার ছাত্র সংসদের প্রাত্তণ ভিপি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব ও সাবেক ভিপি মাওলানা আব্দুল গফ্ফারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান হুমায়দী, মাওলানা সুহেল আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা ফিরোজ উদ্দীন, মাওলানা মাখছুছুল করিম, মাওলানা শাব্বির আহমদ খান, প্রবাসী সাংবাদিক গোলাম মস্তফা ফারুক, নাদিম আহমদ সহ প্রাত্তন ছাত্র নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হক চৌধুরীর দুই ছেলে, সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও তাবলিগ জামাতের সাথী মাছনুন চৌধুরী। বিজ্ঞপ্তি