‘তাফসিরে উম্মুল কুরআন’র প্রকাশনা অনুষ্ঠানে আল্লামা জাফরী- কুরআন চর্চার চেয়ে বড় কাজ পৃথিবীতে নেই
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৮:১৩:৩৮ অপরাহ্ন
দেশবরণ্যে আলেমে দ্বীন ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা ড. কামাল উদ্দিন জাফরী বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। কুরআন সুন্নাহ হচ্ছে আমাদের জীবনের গাইডলাইন। পৃথিবীতে যত গবেষণা আছে এরমধ্যে সবচেয়ে বড় গবেষণা হচ্ছে কুরআনের চর্চা। কুরআনুল কারিমকে সহজভাবে মানুষের মনে প্রবেশ করানোর অন্যতম মাধ্যম হচ্ছে তাফসীর। প্রত্যাশা করি সিলেটের প্রথিতযশা আলেম মাওলানা আব্দুল হাই জিহাদীর তাফসীরে উম্মুল কুরআন উম্মাহের কল্যাণে কাজ করবে। কুরআন হাদীসের প্রসার প্রচার ও চর্চায় সাধ্যমত পৃষ্ঠপোষকতা দিতে হবে। কুরআন হাদীসের আলো সমাজে ছড়িয়ে দিতে পারলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জিহাদী সংকলিত ‘তাফসিরে উম্মুল ক্বোরআন’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাওলানা আবু তায়্যিব সৎপুরী ও লে. কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদের যৌথ সভাপতিত্বে এবং ফখরুল ইসলাম খানের পরিচালনায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ খান, শাইখ তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী ও কামাল বাজার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ কে এম মনোওর আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মাওলানা আব্দুল হাই জিহাদী। তিনি বলেন, আমি আমৃত্যু কুরআন সুন্নাহ ও ইসলামের খেদমতে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আহমদ মাশুকি আফিকি, মাওলানা আবুল কালাম চৌধুরী, মাওলানা শামসুল কারিমি, মাওলানা আব্দুর রফিক হক্কানী, মাওলানা আবু সাইদ রউফি, হাফিজ মাওলানা নুর উদ্দিন, অধ্যাপক আব্দুল ওয়াছে, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সোলাইমান আহমদ, মাওলানা রাজিব আহমদ, হাফিজ আতিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি