জগন্নাথপুরে জমির শ্রমিক নিয়ে সংঘর্ষে আহত ৩০, আটক ১২
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৬:৪৮:১৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে কাজের শ্রমিক চাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার সকালে কাতিয়া গ্রামের আলী মিয়া ও রাসেল মিয়ার মধ্যে বোরো জমিতে কাজের শ্রমিক চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নুনু মিয়া, রোকন মিয়া, সাইদুর রহমান, দিলোয়ার হোসেন, আবদুল কাশেম, সালাহ উদ্দিন, দুলাল মিয়া, মানিক মিয়া, খাদিম মিয়া, সেজুল মিয়া, রফিক মিয়া, তুরন মিয়া, নিজাম উদ্দিন, জাহেদ মিয়া, হাবিবুর রহমান, জাবেদ মিয়া, তাজেল মিয়া, আজিজুর রহমান, লেবু মিয়া, ছানু মিয়া, আনর মিয়া, আবু সাইদ, লুটু মিয়া, আবদুল হোসেনসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল কাহির জানান, বোরো জমিতে কাজের জন্য শ্রমিক চাওয়া নিয়ে আলী মিয়া ও রাসেল মিয়ার বিরোধ নিস্পত্তি করতে গিয়ে শালিসি ব্যক্তিদের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটে।