বাহরাইনে বাংলাদেশী শিল্পীর চিত্র প্রর্দশনীর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৬:১৩:১৮ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি:
বাহরাইনের ন্যাশনাল আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট শেখ রশিদ বিন খলিফা আল খলিফার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ‘কালারস অব দ্য ইস্ট’ আর্ট গ্যালারিতে বাংলাদেশী ফ্রিল্যান্স শিল্পী জাহাঙ্গীর হোসেনের “খরভব রহ গড়ঃরড়হ” শীর্ষক তিন সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সোমবার দেশটিতে অবস্থিত ডিলমুনিয়া মলে বাহরাইনের ন্যাশনাল আর্টস কাউন্সিলের প্রেসিডেন্টের প্রতিনিধি ন্যাশনাল আর্টস কাউন্সিলের সদস্য শাইখা দুয়া বিনতে খালিদ বিন আব্দুল্লাহ আল খলিফা অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশী কূটনীতিক, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহরাইন ন্যাশনাল কাউন্সিল ফর আর্টসের সদস্য, ব্যবসায়ী, শিল্পী, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা এবং বাহরাইনে বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। এরপর শাইখা দুয়া এবং শিল্পী জাহাঙ্গীর অতিথিদের নিয়ে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।
অনুষ্ঠানে অতিথিদের চা ও কফির সাথে ঐতিহ্যবাহী বাংলাদেশী মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। তারা এ ধরনের একটি প্রদর্শনী আয়োজনের জন্য রাষ্ট্রদূতের পাশাপাশি দূতাবাসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।