তাহিরপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৬:১৭:১৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতাড়ি তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান শেখ এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুঃদাঃ) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান, বালিজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি আনার আহমেদ, প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, ইউপি সদস্য আলী নেওয়াজ, ইউপি সচিব মহিতুষ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রায় দুইশতাধিক মহিলা উপস্থিত ছিলেন।