দরগাহ শাহজালাল এইড অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৭:১৮:০৮ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বুধবার বিকেলে হযরত শাহজলাল মাজার প্রাঙ্গণে দরগাহ হযরত শাহজালাল র: এইড অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দরগাহ হযরত শাহজালাল মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, খাদিম পরিবারের মুফতি মো. হাসান, মুফতি মো. সোহেল, সৈয়দ তৌফিকুল হাদী, সৈয়দ মো. তাহের, মুফতি মোহতাসিম বিন হাসান, ফখরুল আলম খান, মুফতি শাহান, দাঈম সিদ্দিকী, ইউসুফ ফতহুল জাফর, আব্দুল্লাহ নাছিফ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি