ভলিবল প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৬:৫২:৪৬ অপরাহ্ন
শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল খেলা ইভেন্ট সিলেট বিভাগে (উপ-অঞ্চল) চ্যাম্পিয়ন হয়েছে গোয়াইনঘাটের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে সিলেট জেলা টিম সোনারবাংলা উচ্চ বিদ্যালয় বনাম মৌলভীবাজার জেলার মধ্যকার ভলিবল খেলায় গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভলিবল টিমের সকল খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনায়েম, ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন, শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, তোয়াকুল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারনসম্পাদক মোহাম্মদ লোকমান। বিজ্ঞপ্তি