সরকারি মডেল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৭:১৯:২৭ অপরাহ্ন
মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, পিঠা উৎসবের কৃষ্টিকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। পিঠা উৎসব বাঙালির আদি উৎসব। ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত পিঠা উৎসব বাঙালি সংস্কৃতি ও কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ।
বুধবার পৃর্ব শাহি ঈদগাহ সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম।
প্রভাষক করম আলী এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শর্মা চৌধুরীর গীতা পাঠের মধ্য দিয়ে এবং প্রভাবষক আবু তাহের এর সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল এর পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর প্রতীক অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডাঃ দিদার চৌধুরী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সিলেট দি এইডেড হাইস্কুল এর প্রধান শিক্ষক শমসের আলী, শিক্ষানুরাগী আফজাল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি