হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির ওয়াজ শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৭:২৩:১৩ অপরাহ্ন
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৩টা হতে রাত ১১টা পর্যন্ত হাসান মার্কেটের ভিতরে অনুষ্ঠিত হবে।
কালেক্টরেট জামে মসজিদ সিলেটের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ শাহ আলম, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব শাইখ সাঈদ বিন নুরুজ্জামান ও হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রইছ আলীর পৃথক পৃথক সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন হাফিজ মাওলানা মুফতি শাইখুল ইসলাম শায়েস্তাগঞ্জী ঢাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান, সৈয়দপুর টাইটেল মাদরাসার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, সিলেটের কালিঘাটস্থ শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন (আজমী), হাসান মার্কেট মসজিদের ইমম মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী।
ওয়াজ মাহফিলে সর্বস্তরের মসুল্লিগণ ও সিলেটের ব্যবসায়ীদেরকে উপস্থিত থেকে সফল করার আহবান জানিয়েছেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম। বিজ্ঞপ্তি