গ্রীণ জেমস স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৭:২৫:০৯ অপরাহ্ন
সিলেট নগরীর দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ ফারুক মিয়া।
গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আলমাহির ফেরদৌস এর সভাপতিত্বে ও প্রিন্সিপাল মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় পুুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের উপদেষ্টা কামাল উদ্দিন, পরিচালক সিরাজ উদ্দিন চৌধুরী ও খয়ের আহমদ প্রমুখ।
গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৪৬টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ১৩৪ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি